বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার আজ মহান নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে আমরা যেভাবে সাহসী ভূমিকা রেখেছি, তেমনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে নিজেকে একজন নিবেদিত কর্মী হিসেবে উৎসর্গ করতে চাই।”
এই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
লড়াই-সংগ্রাম ও দু:সময়ের এই সাহসী সংগঠক আসাদ মুরাদ তালুকদারের জন্য শুভকামনা জানিয়েছেন তার সহযোদ্ধারা।
