বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন মানুষের যোগাযোগ সহজ করেছে, তেমনি একে ব্যবহার করে অনেকেই অন্যকে মানসিকভাবে আঘাত করছে। *সাইবার বুলিং* নামক এই সমস্যা দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। কিশোর-কিশোরী থেকে শুরু করে বড়রাও এর শিকার হচ্ছেন, যা অনেক সময় বিষণ্নতা, আত্মহত্যা এমনকি সামাজিক বিচ্ছিন্নতার মতো গুরুতর পরিণতি ডেকে আনছে।
এই পরিস্থিতি মোকাবিলায় *সোশ্যাল মিডিয়া লিটারেসি বা ডিজিটাল সচেতনতা শিক্ষা এখন সময়ের দাবি*। শিশু-কিশোরদের অনলাইন ব্যবহার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দিতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
একইসঙ্গে, *সাইবার অপরাধ দমন আইনকে আরও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে*। অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির ব্যবস্থা নিশ্চিত না করলে এই সমস্যা থামবে না।
আমরা চাই, ডিজিটাল প্ল্যাটফর্ম হোক নিরাপদ, সম্মানজনক ও সহানুভূতিশীল একটি স্থান—যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেই স্বাধীনতা কখনোই কারো ক্ষতির কারণ হবে না।