ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

কেউ ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল: জাতীয় রাজস্ব বোর্ড৷

NNTV desk
আগস্ট ১০, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভ্রান্ত পোস্টে দাবি করা হচ্ছে যে, রিটার্নের সব ঘরে ‘শূন্য’ বসিয়ে দাখিল করা সম্ভব। এসব বিভ্রান্তিকর ধারণায় প্রভাবিত হয়ে কিছু করদাতা প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য না দিয়ে অসত্য ঘোষণা দিচ্ছেন বলে সংস্থাটির নজরে এসেছে।

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ভুয়া তথ্য গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

এনবিআর স্পষ্ট করেছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে উল্লেখ করতে হবে। কোনো একটি বা সব তথ্য ‘শূন্য’ দেখানো বেআইনি এবং ফৌজদারি অপরাধ। আইনের ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে মিথ্যা বা অসত্য তথ্য প্রদানের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই। সঠিক তথ্য প্রদান করা প্রতিটি করদাতার আইনগত ও নাগরিক দায়িত্ব। দেশের উন্নয়নে অংশ নিতে এনবিআর সততা ও স্বচ্ছতার সঙ্গে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এবং ‘জিরো রিটার্ন’-এর প্রলোভনে না পড়ার পরামর্শ দিয়েছে।