ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

ভিডিও করায় সাংবাদিক তুহিন’কে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাংবাদিক পলাশ প্রধান  জানান, মসজিদ মার্কেটের সামনে এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই সময় ঘটনাটি ভিডিও করেন তুহিন। ভিডিও ধারণে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার পিছু নেয়। পরে পাশের একটি মার্কেটের সামনে তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মারা যান তুহিন, আর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।