আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর এক সংক্ষিপ্ত বার্তায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এসময় তিনি নেতাকর্মীদের বিগত দিনে আন্দোলন সংগ্রামে তার পাশে থেকে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
মনোনয়নের খবর চারদিকে ছড়িয়ে পরার পর হাজার হাজার নেতাকর্মী তার বাসার আশেপাশে অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য বিগত সরকার বিরোধী আন্দোলনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু প্রায় ৪৪ টি রাজনৈতিক মামলা ও ৫ বার গ্রেফতার হয়ে প্রায় ১ বছর কারাবরণ করেন।
