ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

পঞ্চগড়ের জগদলে বৃষ্টিতে বিপাকে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

রেশমা রিয়া,প্রতিবেদক
আগস্ট ২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার “জগদল নূর আক্তার সরকার বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়” যাওয়ার পথে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি রাস্তা সামান্য বৃষ্টিতেই যেন বন্যার চেহারা নেয়। এটি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার প্রধান যাতায়াত পথ। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে জলাবদ্ধতা তৈরি হয়, যার কারণে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর দৈনন্দিন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। শুধু পানি নিষ্কাষণের অব্যবস্থাপনাই নয়,বরং রাস্তাটির জীর্ণ অবস্থাও জলাবদ্ধতার জন্য দায়ী।

বিদ্যালয়ে যাতায়াতের প্রধান এই রাস্তাটি বর্ষা মৌসুমে কাঁদা ও পানি জমে একপ্রকার অচল হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী হাঁটু পানি মাড়িয়ে বা জুতা হাতে নিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তাদের পড়ালেখায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

শুধু শিক্ষার্থীরাই নয়, এই রাস্তা ব্যবহার করেন এলাকার বহু সাধারণ মানুষ। স্থানীয় কৃষক, দোকানদার, কর্মজীবী নারী-পুরুষ সকলে প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাফেরা করেন,প্রায় কয়েক হাজার মানুষ। জলাবদ্ধতার কারণে পথচারীরা বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হন, যা সময় ও শ্রম দুই-ই বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া স্থানীয় এক পরিবার বাসার প্রচীর খুলে দিয়েছেন পথচারীদের যাতায়াত সহজ করতে কিন্তু তবু প্রশাসন নিশ্চুপ!

বছরের পর বছর এভাবেই ভোগান্তির শিকার আমরা। আমি উক্ত বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী,কিন্তু বছরের পর বছর দেখে আসছি চরম ভোগান্তি।

স্থানীয়দের দাবি, অবিলম্বে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থার পরিকল্পনা ও বাস্তবায়ন না করলে সামনের দিনে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকার এ সমস্যাটি দীর্ঘদিনের। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয় জনগণের মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও এলাকার মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।