ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুর রহমানের ব্যতিক্রমী ঘোষণা

NNTV desk
আগস্ট ২১, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুর রহমানের ব্যতিক্রমী ঘোষণা

ডাকসু প্রার্থী আশিকুর রহমান এর ফেসবুক পোস্ট থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি জানান, প্রচলিত ধারার ইশতেহারের বাইরে গিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। পোস্টের শুরুতেই তিনি লিখেছেন, “ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা🔥 কেন্দ্রীয় জিএস পদে প্রার্থীতার ঘোষণা।”

 

আশিকুর রহমানের প্রধান দাবি হলো অ্যাটেনডেন্স নম্বর শিথিল করা। তিনি বলেন, “অ্যাটেনডেন্স ৭০-৭৫ শতাংশ হলে পূর্ণ নম্বর দিতে হবে, আর ৫০ শতাংশ থাকলেও পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। ওই ৫ মার্কসকে অস্ত্র বানিয়ে শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না।”

 

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সমস্যার সমাধানে নতুন হল নির্মাণ বা ভবন রূপান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া তিনি চান ক্যাম্পাস যেন বহিরাগতদের পার্কিং স্লট ও জনসমাগমস্থল না হয় এবং একাডেমিক এলাকায় শব্দদূষণ বন্ধে ব্যবস্থা নেওয়া হয়।

 

প্রচলিত ইশতেহারের বাইরে গিয়ে আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে অ্যানিমে কসপ্লে ফেস্টিভ্যাল, নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতা, ড্রোন বানানোর ইভেন্টসহ নানা সৃজনশীল উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। তার ভাষায়, “A man’s vision and ideas are endless.”

 

আর্থিক সততা ও স্বচ্ছতার অঙ্গীকার করে তিনি লিখেছেন, “ইনভেস্টমেন্ট সে ই করে যে লাভের আশায় থাকে। আমার এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, সুতরাং লাভও নাই।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো নারী কেলেঙ্কারি বা গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

 

তবে নিজের সীমাবদ্ধতার কথাও খোলাখুলিভাবে তুলে ধরে তিনি জানিয়েছেন, রাতের বেলায় ফোনে তাকে পাওয়া যাবে না। পাশাপাশি অন্যায়-অনিয়ম দেখলে সহকর্মীদের বিরুদ্ধেও অবস্থান নেবেন।

 

নিজেকে তিনি তুলনা করেছেন সিনেমা Godfather–এর চরিত্র “The Wartime Consigliere”-এর সঙ্গে। তার ভাষায়, “আমি নেতার চেয়ে রাজনৈতিক আমলা হয়ে কাজ করতে চাই। ডাকসু জিএসের কাজও মূলত সেটাই।”

 

শেষে তিনি লেখেন, “This is Gen-Z era. আমার পোস্টার, প্রচারণা সব Gen-Z স্টাইলেই হবে। A debut should be dynamic.”

 

তার এই ব্যতিক্রমী ভঙ্গি ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। কেউ তার খোলামেলা অবস্থানকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এসব প্রতিশ্রুতির বাস্তবায়নযোগ্যতা নিয়ে।