ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

টুইম্বলের উদ্যোগে ২৬ টি অশালীন চ্যানেল ও পেইজ বন্ধ

News Nation TV
আগস্ট ৪, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

শিশুদের ডিজিটাল নিরাপত্তায় টুইম্বলের উদ্যোগে ২৬ টি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বন্ধ।

বাংলাদেশে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি ২৬টি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করেছে। এই উদ্যোগ এসেছে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান টুইম্বল (Twimbol)-এর সরাসরি অভিযোগ ও তদবিরের ফলস্বরূপ।

 

টুইম্বলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিটিআরসির কাছে এমন কিছু অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল যেগুলোতে অশ্লীল ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর ভিডিও কনটেন্ট প্রচার করা হতো। বিষয়গুলো পর্যালোচনা করে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট চ্যানেল ও পেইজগুলো বন্ধ করে দেয়।

 

এক বিবৃতিতে টুইম্বল জানিয়েছে, “আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের উদ্যোগ ও বিটিআরসির সহযোগিতায় এই ২৬টি ক্ষতিকর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা হলেও নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি হলো।”

 

টুইম্বল আরও জানায়, তারা ভবিষ্যতেও অশালীন ও শিশু-অপযোগী কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে সচেতনতা ও আইনগত কার্যক্রম অব্যাহত রাখবে।

 

বিটিআরসির এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শিশু অধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সংগঠন। ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

 

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট চাই, অশালীন কনটেন্ট চাই না—এই স্লোগানকে সামনে রেখে টুইম্বলের এমন উদ্যোগ দেশের অনলাইন নিরাপত্তা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।