ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচজন নিহত

NNTV desk
আগস্ট ১১, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের থাকার তাঁবুতে ইসরায়েলের লক্ষ্যবস্তু হামলায় আল জাজিরার খ্যাতনামা সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচজন নিহত হয়েছেন। রবিবার রাতের এই হামলায় পাঁচজন সাংবাদিকসহ মোট সাতজন প্রাণ হারান, নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরা প্রতিবেদক মোহাম্মদ কুরাইকেয়া এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নোফাল ও মুয়ামেন আলিওয়া।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ শেষ পোস্টে ২৮ বছর বয়সী আল-শরীফ লিখেছিলেন, ইসরায়েল গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র ও কেন্দ্রীভূত বোমাবর্ষণ চালাচ্ছে। তার শেষ ভিডিওতে শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, আর অন্ধকার আকাশে ঝলসে ওঠে কমলা রঙের আলো।

অনুবাদ: অবিরাম বোমাবর্ষণ… গত দুই ঘণ্টা ধরে গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র হয়েছে।

অনুবাদ: অবিরাম বোমাবর্ষণ… গত দুই ঘণ্টা ধরে গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র হয়েছে।

৬ এপ্রিল লেখা এক শেষ বার্তায় তিনি উল্লেখ করেন, “আমি সব বিস্তারিতভাবে বেদনা বেঁচে গেছি, বহুবার দুঃখ ও ক্ষতির স্বাদ গ্রহণ করেছি। তবুও আমি সত্যকে বিকৃতি ছাড়া পৌঁছে দেওয়ায় কখনো দ্বিধা করিনি।” স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে যেতে হওয়ায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছিলেন।

আল জাজিরা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি প্রকাশ্য ও পরিকল্পিত হামলা হিসেবে নিন্দা জানায়। নেটওয়ার্কটির ভাষ্য, গাজার সাহসী কণ্ঠস্বরকে নীরব করার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবেই আনাস আল-শরীফ ও তার সহকর্মীদের হত্যা করা হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

ঘটনার সময় এক ব্লক দূরে থাকা আল জাজিরার ইংরেজি চ্যানেলের সংবাদদাতা হানি মাহমুদ বলেন, “এটি গত ২২ মাসের মধ্যে আমার জীবনের সবচেয়ে কঠিন প্রতিবেদন।” তার মতে, গাজার অনাহার ও দুর্ভিক্ষের বাস্তবতা তুলে ধরার কারণেই সাংবাদিকদের হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে আল-শরীফকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে, তবে দাবি করেছে তিনি হামাসের সদস্য এবং রকেট হামলায় জড়িত ছিলেন। তবে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো ও জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।

অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত ২০০-র বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছেন বহু আল জাজিরা সাংবাদিক ও তাদের স্বজন।

সূত্র: আল জাজিরা