ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতেই বাংলাদেশের আকাশে উল্কাবৃষ্টির দেখা মিলবে

NNTV desk
আগস্ট ১২, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশসহ উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে আজ ১২ আগস্ট রাত এবং বিশেষ করে আগামীকাল ১৩ আগস্ট ভোরে দেখা যাবে মনোমুগ্ধকর পার্সাইড উল্কাবৃষ্টি। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ১৩ আগস্ট ভোররাতেই উল্কাগুলোর সর্বোচ্চ স্ফুরণ ঘটবে, যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যেতে পারে।

মনোমুগ্ধকর উল্কা বৃষ্টি। ছবি: সংগৃহীত

গত বছর এই সময় চাঁদের আলো না থাকায় উল্কাগুলো স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। তবে এ বছর চাঁদের আলো থাকায় কিছুটা অসুবিধা হতে পারে, যদিও এর মধ্যেও আকাশে এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যাবে বলে আশা করা হচ্ছে।

 

পার্সাইড নামটি এসেছে পার্সিয়াস নক্ষত্রপুঞ্জ থেকে। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে সংঘটিত এই উল্কাবৃষ্টির উৎস হলো সুইফট-টাটল ধূমকেতু। ধূমকেতুটি সূর্যের কাছে এলে এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা মহাশূন্যে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন এই কণার অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন ঘর্ষণের ফলে সৃষ্ট আলোকচ্ছটায় উল্কাগুলো জ্বলজ্বল করে ওঠে।

উল্কাবৃষ্টি। ছবি:সংগৃহীত

 

উল্কাবৃষ্টি দেখার জন্য পর্যবেক্ষকদের মাঝরাত থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন আকাশ সবচেয়ে অন্ধকার ও উল্কাগুলো সবচেয়ে বেশি দৃশ্যমান হবে।